নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ডেঙ্গু সংক্রমণ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ৬৯ জন রোগী।
নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের সোমবার (১০ নভেম্বর) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ২৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, তবে প্রাইভেট হাসপাতালে কোনো নতুন রোগী পাওয়া যায়নি। নতুন শনাক্ত সকল রোগীকেই সরকারি হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। এ সময়ে ২৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
বর্তমানে জেলার মধ্যে সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৪১ জন, জেলা সদর হাসপাতালে ১৪ জন, মনোহরদীতে ৮ জন এবং রায়পুরায় ৬ জন। অন্যদিকে বেলাব, পলাশ ও শিবপুরে কোনো রোগী ভর্তি নেই।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত নরসিংদীতে মোট ১,১৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, তবে সৌভাগ্যবশত এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আবহাওয়ার অনুকূল পরিবেশে মশার প্রজনন বৃদ্ধি পাচ্ছে। তাই নাগরিকদের সচেতন হয়ে বাড়ির আশপাশে জমে থাকা পানি সরিয়ে ফেলতে ও মশার প্রজনন রোধে নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

