কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, “আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন। যদি সেবা করতে না পারি, তাহলে আর কোনদিন আপনাদের কাছে আসবো না।”
রবিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি আয়োজিত পথসভা ও ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
এস এম জিলানী বলেন, “আমি কোন দলের তা না দেখে, আমি কেমন মানুষ সেটা দেখুন। এই অঞ্চলের মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। ভোট শুরুর আগেই বাক্স ভরে দেওয়া হতো। আমরা সেই ভোট কারচুপির রাজনীতি চাই না। ভোট আপনার অধিকার, সেই অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। আজ দেশে নির্বাচন আসন্ন— আমরা সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রতিদ্বন্দ্বী অনেক প্রার্থী থাকতে পারে, কিন্তু আমি এই এলাকার সন্তান। যদি মনে করেন আমি যোগ্য, তবে আপনাদের সহযোগিতা চাই।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান, সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা প্রমুখ।
গণসংযোগে শত শত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

