Nabadhara
ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় অসমাপ্ত ব্রিজের কাজ শেষ করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন, র‍্যালি ও সড়ক অবরোধ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠি উপজেলার আমুয়া হাসপাতাল সংলগ্ন ধোপার নদীর উপর নির্মানাধীন বন্ধ হওয়া ব্রিজের কাজ দ্রæত শেষ করার দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন, সড়ক অবরোধ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এ ব্রীজের নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভাগ্যে রয়েছে এলাকাবাসী। আজ ১০ নভেম্বর সোমবার সকাল ১১ টায় ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন এর আয়োজন করেন। ব্রিজ সংলগ্ন সড়কের দু-পাশে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, ধোপার নদীর এ ব্রিজের কাজ ২০২১ -২০২২ অর্থবছরে শুরু করা হয়, ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও আজও শেষ হয়নি ব্রিজর ২০ শতাংশ কাজ। ঠিকাদার কাজ ফেলে লাপাত্তা হয়ে গেছে। বিকল্প কাঠের নির্মিত লক্কর ঝক্কর ভাঙ্গাচুরা ব্রিজ দিয়ে প্রতিদিন ৯টি শিক্ষা প্রতিষ্ঠান, কাঠালিয়া উপজেলার একমাত্র আমুয়া হাসপাতাল, আমুয়া বন্দরসহ তিনটি বাজারের বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার নারী, শিশু ও রোগী যাতায়াত করছে।

এলাকাবাসী ও শিক্ষার্থীরা অতি দ্রুত সময়ের মধ্যে ব্রীজটির নির্মাণ কাজ শেষ করার জন্য জোর দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন সভাপতি মোঃ মেহেদী হাসান, আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মনজুরুল হক,বাংলাদেশ জামাতে ইসলামীর কাঠালিয়া উপজেলা আমির মাস্টার মোঃ মজিবুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।