Nabadhara
ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে মন্দিরের সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি 
নভেম্বর ১০, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের তাড়াশে শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ ও গোপাল বিগ্রহ মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের উষাইকোল গ্রামের গোপাল বিগ্রহ মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির আয়োজনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও সেবায়েত আশুতোষ সান্যাল বলেন, একসময় মন্দিরের সম্পত্তি “খ” তফসিলভুক্ত থাকলেও আদালতের মাধ্যমে তা অবমুক্ত করে সরকারকে ৫৩ বছরের খাজনা পরিশোধের পর পুনরায় মন্দিরের নামে নিবন্ধিত করা হয়। কিন্তু সম্প্রতি উষাইকোল গ্রামের কিছু ব্যক্তি জোরপূর্বক ওই সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছেন। বাধা দিলে তারা হুমকি-ধামকি ও চাঁদা দাবি করছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, গত শনিবার সকালে ওই ভূমিদস্যুরা মন্দিরের দখলীয় সোনাই দীঘি পুকুরপাড় থেকে ইউক্যালিপ্টাস ও আমগাছসহ প্রায় এক লক্ষ টাকার গাছ কেটে নিয়ে যায়।

মানববন্ধনে উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জ্যোতিষ চন্দ্র মাহাতো, তাড়াশ পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিঠুন সরকার গোলালসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, মন্দিরের সেবায়েত আশুতোষ সান্যালের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রতিপক্ষকে সতর্ক করা হয়েছে। দেবোত্তর সম্পত্তি গোপাল বিগ্রহ মন্দিরের দখলেই থাকবে। কেউ নির্দেশ অমান্য করে দখলের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।