দাউদ রানা,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৯ নভেম্বর জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ) সভাপতি মো: শরিফুল ইসলাম মজনু, সদস্য সচিব মো: ইয়াছিন আরাফাত, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আব্দুল হালিম রানা,যুগ্ম আহবায়ক মো: মাসুদ রানা, যুগ্ম আহবায়ক মো: রাসেল রানা,মো: আশরাফুল ইসলাম ওলি,মো: রাসেল মিয়া মন্ডল, মো: আব্দুল রাজ্জাক, যুগ্ম আহবায়ক মো: আ: রহিম মোল্লা,সদস্য মো: ইসমাইল হোসেন জাবিউল্লাহ ও সদস্য এনামুল হক বিজয়।
জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ) সিরাজগঞ্জ জেলার সভাপতি আহসানুল কবির বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সিরাজগঞ্জ চৌহালী উপজেলা আওতাধীন আহবায়ক কমিটি গঠন যৌথ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন করা হয়। নব-গঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

