মাদারীপুর প্রতিনিধি
ঘটনাটি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় সংঘটিত হয়।
রবিবার দিবাগত রাত আনুমানিক রাত ১২ টার দিকে নিজ ছেলের হাতে নৃশংসভাবে খুন হয় বাবা মতি মিয়া (৬৫)। ছেলে ফারুক মিয়া (২৭) চাপাই নবাবগঞ্জের ভোলার হাট থানার বড়োহাটি এলাকায় মৃত ওই মতি মিয়ার মেঝ ছেলে। তিনি বলেন, বিকেল থেকেই এই পরিকল্পনা নিয়ে রাতে ঘুমাতে যায়। পরে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপের মাধ্যমে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম তাঁর একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন এবং উপস্থিত অবস্থায়ই আসামিকে গ্রেফতার করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

