বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে উপজেলার ১১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করেন সহকারী শিক্ষকরা।
শিক্ষকরা ক্লাস বর্জন করায় শিশু শিক্ষার্থীদের খেলাধুলা আর হৈ হুল্লোড় করেই বাড়ি ফিরতে হয়েছে। ক্লাস না নিয়ে শিক্ষকদের বসে সময় কাটাতে দেখা গেছে। ক্লাস বর্জন করায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে অচলাবস্থা দেখা দিয়েছে।
শিক্ষার্থীরা জানান, আমরা ক্লাসে এসেছি কিন্তু শিক্ষকরা ক্লাস নেননি। এই অবস্থা চলতে থাকলে আমাদের পড়াশুনার ক্ষতি হবে। আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকার আমাদের দাবি গুলো মেনে নিলেই আমরা ক্লাসে ফিরব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.