নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ.কে.এম আনোয়ারুল ইসলাম চান। ‘ফুলকপি’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। প্রতিদিনই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম, পাড়া-মহল্লায় পথসভা, গণসংযোগ ও মতবিনিময় সভা করে দিচ্ছেন ব্যস্ত সময়।
জানাগেছে, তিনি নান্দাইল পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনসভায় যোগ দিচ্ছেন নিয়মিত। এসব সভা-সমাবেশে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, মাদকমুক্ত সমাজ গঠন ও ইসলামিক মূল্যবোধভিত্তিক ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছেন। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।
জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের দাবি, প্রার্থী আনোয়ারুল ইসলাম চানের প্রতি সাধারণ ভোটারদের আগ্রহ দিন দিন বাড়ছে। রাজগাতী ইউনিয়নের কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “চান ভাইকে প্রতিদিনই এলাকায় দেখা যায়। তিনি মানুষের সঙ্গে কথা বলেন, সমস্যার কথা শোনেন। অন্য প্রার্থীরা এতটা সক্রিয় নন। নির্বাচনের দিন ঘনিয়ে আসলে তার সমর্থন আরও বাড়বে।”
নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি প্রভাষক নুরুল আমিন বলেন, “নান্দাইলে জামায়াতের সাংগঠনিক অবস্থান মজবুত। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এগিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী। তরুণ ভোটারদের মাঝেও এর ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।”
এ বিষয়ে প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম আনোয়ারুল ইসলাম চান বলেন, “গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় গণসংযোগ করছি এবং ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। তৃণমূলের মানুষের মতামত শুনে তাদের কল্যাণে কাজ করতে চাই। সুযোগ পেলে নান্দাইলের উন্নয়নে স্মরণীয় ভূমিকা রাখবো, ইনশাআল্লাহ।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নান্দাইলের রাজনীতিতে ঐতিহ্যগতভাবে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের প্রভাব থাকলেও বিডিপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চানের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ধর্মীয় মূল্যবোধ ও উন্নয়ন ভাবনার সমন্বিত বার্তা তার জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে তারা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.