মধুখালী (ফরিদপুর)প্রতিনিধি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান ও আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরের মধুখালী উপজেলায় সোমবার (১০ নভেম্বর ২০২৫) পূর্ণ কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এদিন পাঠদান সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সকালে বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে অফিসকক্ষে অবস্থান করছেন। ফলে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে এবং পাঠদান বন্ধ থাকায় অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। অনেক শিক্ষার্থী জানান, বার্ষিক পরীক্ষা সামনে থাকায় তারা অনিশ্চয়তায় ভুগছেন।
মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামান জানান, “সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে আমরা কর্মবিরতি পালন করছি। সরকার যদি আমাদের যৌক্তিক দাবি মেনে নেয়, তাহলে আমরা শ্রেণিকক্ষে ফিরে যাব।”
এদিকে, শিক্ষক আন্দোলনের কারণে উপজেলার প্রাথমিক শিক্ষায় স্থবিরতা নেমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা। তারা দ্রুত সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান চান, যেন শিক্ষার্থীরা স্বাভাবিক শ্রেণি কার্যক্রমে ফিরতে পারে।

