জামালপুর প্রতিনিধি
জামালপুরে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় সুজন (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সোমবার (১০ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চর কোডালতলী এলাকার সিরাজ বাঘার ছেলে ব্যবসায়ী সুজন জামালপুরে বাণিজ্য মেলায় ব্যবসা করতে এসে শহরের ফিশারী মোড় এলাকায় পিয়ারুল ইসলামের (৪২) একটি গোডাউন ভাড়া নেন। পরিচয়ের সুবাদে তিনি পিয়ারুল ইসলামের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। পরিবার রাজি না হওয়ায় ২০২২ সালের ২১ নভেম্বর স্কুলে যাওয়ার পথে সুজন ও তার সহযোগীরা মেয়েটিকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পর একই বছরের ৪ ডিসেম্বর ভুক্তভোগীর মা নাছিমা বেগম (৪০) জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০২৩ সালের ১৯ এপ্রিল সুজনকে একমাত্র অভিযুক্ত হিসেবে আদালতে অভিযোগপত্র দাখিল করে। প্রায় এক মাস পর আইনশৃঙ্খলা বাহিনী অপহৃত মেয়েটিকে উদ্ধার করে।
মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায়ে দোষী প্রমাণিত হওয়ায় আসামি সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত নির্দেশ দেন, জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে প্রদান করতে হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, “আসামি বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারের পর থেকে দণ্ড কার্যকর হবে।”
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোবারক। রায় ঘোষণার সময় আসামিপক্ষের কোনো আইনজীবী বা পরিবারের সদস্য আদালতে উপস্থিত ছিলেন না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.