ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুবকর সরকারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ রক্ষা, আইন—শৃঙ্খলা ও নাগরিক সেবা বিষয়ক নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
এসময় নবাগত ইউএনও মোঃ আবুবকর সরকার বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যাতে নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা কামনা করি।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সকালের সময় প্রতিনিধি মোঃ শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, সহ-সভাপতি ও ভোরের চেতনা প্রতিনিধি ফয়জুল কবির, সাবেক সহ-সভাপতি ও ভোরের দর্পণ প্রতিনিধি মাহবুবুর রহমান খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও কাল বেলা প্রতিনিধি নারায়ণ চক্রবর্তী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংগ্রাম প্রতিনিধি মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভি প্রতিনিধি আল মামুন খান, অর্থ সম্পাদক ও কালের ছবি আক্তার হোসেন, সদস্য ১ ও যায়যায় কাল প্রতিনিধি পারভেজ আলম, সদস্য ২ ও দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোঃ রিমন খান।
উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা নবাগত ইউএনও'র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাকে স্বাগত জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.