গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সমন্বয় কমিটি গঠন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
১৬ সদস্যের ওই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হওয়ার পর কমিটির ১ নং সদস্য রাহেল মাহমুদ ও ৫ নং সদস্য জীবন মণ্ডল তাদের নাম অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছেন।
তারা ফেসবুকে পৃথক পোস্ট দিয়ে দাবি করেন, কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে তাদের সঙ্গে কেউ কোনো আলোচনা করেননি এবং এনসিপি’র সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতাও নেই। বিষয়টি জানার পর তারা প্রতিবাদ জানিয়ে প্রধান সমন্বয়ক ও অন্যান্য নেতৃবৃন্দের কাছে নাম বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
রবিবার রাত ৯টার দিকে জীবন মণ্ডল তার ফেসবুক আইডিতে প্রতিবাদমূলক পোস্ট দিলে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর আগে একই ধরনের পোস্ট দিয়ে প্রতিবাদ জানান রাহেল মাহমুদও।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ নভেম্বর এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে গোয়ালন্দ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা অ্যাডভোকেট এস. এম. সিরাজুল ইসলামকে। যুগ্ম সমন্বয়ক হিসেবে রয়েছেন মাহমুদুল হাসান (রাকিব), ফরিদ মোল্লা, রুহুল আমিন, নাজমুল ইসলাম ও মেহেদী নুর হেলাল।
অন্য সদস্যরা হলেন— রাহেল মাহমুদ, আতিক হাসান, আশরাফুল ইসলাম (তানভির), আব্দুল আজিজ, জীবন কুমার মণ্ডল, ইব্রাহিম হোসেন রাসেল, মোক্তাদির সবুর, সাইফুল হাসান সজীব, সুমন শেখ ও মোঃ শাহজাহান (লালটু)।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট এস. এম. সিরাজুল ইসলাম বলেন, “তাদের দু’জনের সঙ্গেই আলোচনা করে নাম দেওয়া হয়েছিল। তবে তারা যদি কমিটিতে থাকতে না চান, তাহলে তাদের নাম বাদ দেওয়া হবে।”

