মৌলভীবাজার জেলা প্রতিনিধি
আসন্ন ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ময়নুল ইসলাম চৌধুরী কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (১১ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচিত হলে তিনি বিআরডিবিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল প্রতিষ্ঠানে রূপান্তরিত করবেন। তিনি বলেন, “পল্লী অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে এবং সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে আমি আন্তরিকভাবে কাজ করব।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন, বিআরডিবি সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে তাঁদের সুবিধা-অসুবিধা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা প্রার্থীর কাছে বিআরডিবির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার নিয়ে নানা প্রশ্ন রাখেন। প্রার্থী ধৈর্য সহকারে সকল প্রশ্নের উত্তর দেন এবং প্রতিষ্ঠানটিকে জনবান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক এম. এ. ওয়াহিদ রুলু, বর্তমান সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় সাংবাদিকরা প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর উদ্যোগকে স্বাগত জানিয়ে আসন্ন নির্বাচনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.