কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে চিপস উৎপাদনের অভিযোগে “মম ফুড প্রোডাক্টস” নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) রাত ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম-এর নেতৃত্বে পালিমা এলাকার সয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির উৎপাদন স্থলে অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিচ্ছন্ন প্যাকেজিং ব্যবস্থা এবং প্যাকেটে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম বলেন, “নিরাপদ খাদ্য সবার অধিকার। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন সবসময় তৎপর থাকবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন বা বাজারজাতের কোনো সুযোগ দেওয়া হবে না।” তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.