আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় নাবিক লিয়াকত মাস্টারের রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় আলফাডাঙ্গা নাবিক ঐক্য যুব সমাজ কার্যালয়ে এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের সদস্য ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনল্যান্ড মাস্টার অফিসার (BIWTC) মোঃ ইকরামুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক খন্দকার কায়েমূল মাস্টার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা নাবিক ঐক্য যুব সমাজ-এর প্রধান উপদেষ্টা মেরিন মাস্টার মোঃ বেলায়েত হোসেন।
প্রধান অতিথি মোঃ ইকরামুজ্জামান বলেন, “লিয়াকত মাস্টার ছিলেন একজন দক্ষ নাবিক এবং পেশার প্রতি নিবেদিতপ্রাণ মানুষ। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে তার কাজ সব নাবিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
বিশেষ অতিথি খন্দকার কায়েমূল মাস্টার বলেন, “লিয়াকত মাস্টার ছিলেন পরিশ্রমী, সৎ ও মানবপ্রেমী ব্যক্তি। তাঁর মৃত্যু সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
সভাপতির বক্তব্যে মেরিন মাস্টার মোঃ বেলায়েত হোসেন বলেন, “লিয়াকত মাস্টার আমাদের সংগঠনের একজন অভিভাবকসুলভ মানুষ ছিলেন। তাঁর দিকনির্দেশনা ও সমাজসেবামূলক চিন্তা আমাদের কাজকে অনুপ্রাণিত করেছে।”
অনুষ্ঠানে শহিদ মাস্টার, টুলু মাস্টার, হিটলার রহমান মাস্টার, মোঃ আইয়ুব আলী মাস্টার, মোঃ সেলিম মাস্টার, শিমুল মাস্টার, মোঃ নাজমূল মাস্টার, বাবু সরদার মাস্টার, সিহাব মাস্টার, মাসুদ মাস্টার, মুনসুর মাস্টার ও ইবাদত মাস্টারসহ অন্যান্য বিশিষ্ট নাবিক ও মাস্টারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোঃ লিয়াকত মাস্টার গত ৮ নভেম্বর ২০২৫ তারিখে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মিলাদ মাহফিল শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.