Nabadhara
ঢাকাশনিবার , ২৮ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীকে মাদকমুক্ত গড়তে পুলিশ সুপারের মতবিনিময়

MEHADI HASAN
আগস্ট ২৮, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,  চিতলমারীঃ

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চিতলমারীতে বিট পুলিশিং সভায় মতবিনিময় করেছেন।

শনিবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের নেতৃবৃন্দ এ সভায় অংশ গ্রহণ করেন।

থানার ওসি এ এইচ এম কামরুজ্জামনের সভাপতিত্বে প্রধান অতিথি পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গড়তে চান। তার এই অঙ্গিকার বাস্তবায়নে মাদক পাচার এবং মাদকের সাথে জড়িতদের ক্ষমা করা হবেনা। পাশাপাশি দুর্নীতির সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেণ তিনি।

একটি সুন্দর সমাজ গড়তে সকলের প্রতি উদাত্ত আহবান জানান। একইসাথে আইনশৃঙ্খলা উন্নয়নের স্বার্থে পুলিশকে সহযোগিতার জন্য স্থানীয় গনমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।

তিনি আরো বলেন, পুলিশ যে কোন সংকটে জনগণের পাশে আছে। সকলের সহযোগীতা নিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়াই হবে আমাদের মুল লক্ষ্য।

সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি হেপী বড়াল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ মাহমুদ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা স্বর্ণা।

এসময় চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইকরাম হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী ও সুশিল সমাজের নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।