ফরিদপুর প্রতিনিধি
বৈধ ও নিরাপদ পথে বিদেশ গমন নিশ্চিত করা এবং মানব পাচার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অর্গানাইজেশন (আইএমও) এর উদ্যোগে এবং 'রাইটস যশোর' এর বাস্তবায়নে সোমবার (১০ নভেম্বর) দুপুরে ফরিদপুর শহরের এবলুম ক্যাফেটেরিয়ায় এই সম্মেলন আয়োজিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আইএমও’র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। বক্তব্য রাখেন রাইটস যশোরের ডাইরেক্টর প্রদীপ কুমার দত্ত, ডেপুটি ডাইরেক্টর এস এম আজহারুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী হারুন অর রশিদ এবং ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর। অনুষ্ঠানে ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা আইএমও এবং রাইটস যশোরের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন এবং বিদেশ গমনের আগ্রহী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তারা বৈধভাবে এবং সরকারি নিয়ম মেনে বিদেশে যাওয়ার জন্য দৃঢ় আহ্বান জানান। বিশেষ করে বিদেশ যাত্রীর উদ্দেশ্যে পর্যাপ্ত কাগজপত্র সংগ্রহ এবং বৈধ পথ অনুসরণ করার নির্দেশনা দেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অবৈধ পথে বিদেশে যাত্রার ঝুঁকিপূর্ণ ও ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেন। তাদের বক্তব্যে বলা হয়:
দালাল চক্রের মাধ্যমে অবৈধ পথে গেলে যাত্রীরা প্রতিনিয়ত হয়রানি ও বিপদের সম্মুখীন হন।
পর্যাপ্ত কাগজপত্র না থাকলে আর্থিক জরিমানা বা জেলও হতে পারে।
বিদেশে গিয়ে ভালো কাজ না পাওয়ার কারণে মানবেতর জীবনযাপন করতে হয়।
বক্তারা আরও বলেন, অবৈধভাবে বিদেশে যেতে যে বিপুল অর্থ খরচ হয়, সেই অর্থ দেশেই উৎপাদনশীল কাজে বিনিয়োগের সুযোগ রয়েছে। তাই পর্যাপ্ত কাগজপত্র ছাড়া কেউ যেন বিদেশে না যায়, সেই বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.