বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফখরুল ইসলাম রোকনের পুত্র রুম্মান ইসলাম অনিককে হত্যার চেষ্টা চালানোর অভিযোগে স্থানীয়রা সোমবার (১০ নভেম্বর) বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। বিক্ষোভকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় থানা সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর বিকেলে পশ্চিম পাংশা এলাকার ফজলুর রাঢ়ীর চায়ের দোকানের সামনে বসে চা পান করছিলেন রুম্মান ইসলাম অনিক। তখন ফজলু রাঢ়ী অনিকের কাছে টাকা ধার চাইলে অনিক তা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ফজলু রাঢ়ী ইট দিয়ে অনিকের মাথা ও মুখমণ্ডলে আঘাত করেন। পরে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি হামলায় অংশ নেয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই অনিক জ্ঞান হারান।
স্থানীয়রা আহত অনিককে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশের কাছে আহত অনিকের পিতা ও ইউপি সদস্য মো. ফখরুল ইসলাম রোকন এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন; অভিযোগে ফজলু রাঢ়ীকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।
বিক্ষোভ ও মানববন্ধনে (১০ নভেম্বর সকাল ১১টা) স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, যদি অভিযুক্তদের আইনের আওতায় না আনা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা।
আনন্দ-দুঃখ মিশ্র কণ্ঠে ঘটনাটি সম্পর্কে কথা বলে আহত অনিকের পিতা ও ইউপি সদস্য মো. ফখরুল ইসলাম রোকন বলেন, “আমার নিরপরাধ ছেলেকে হত্যার উদ্দেশ্যে যারা হামলা চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এসব সন্ত্রাসী ও মাদককারবারীর উপস্থিতি এলাকার জন্য লজ্জার বিষয়। প্রশাসন দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুক।”
স্থানীয়রা প্রশাসন ও পুলিশকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, আহত অনিকের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে ঘটনার সত্যতা ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবিগুলো উঠেছে।

