মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে নতুন একটি সাফল্যের অধ্যায়ের সূচনা হয়েছে। সরকারি অর্থায়নে এসেট প্রকল্পের অধীনে ‘বিপিএমসিএ’র তত্ত্বাবধানে এবং মেহরিশ ইনস্টিটিউট অব টেকনোলজির (MIT) মনিরামপুর অস্থায়ী কার্যালয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আন্তর্জাতিক মানের ‘কেয়ারগিভার প্রশিক্ষণ কোর্স’।
এই প্রশিক্ষণ কোর্সটি দেশের বেকার তরুণদের জন্য দেশ-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে। কোর্সে শিক্ষার্থীরা আধুনিক হেলথকেয়ার নীতিমালার অধীনে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন, যার মধ্যে রয়েছে—জেনারেল কেয়ারগিভিং,প্রাথমিক চিকিৎসা ও রোগীর মানসিক সহায়তা,শিশু ও টোডলার পরিচর্যা,বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ যত্ন,প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস।
উদ্বোধনী অনুষ্ঠানে মেহরিশ ইনস্টিটিউট অব টেকনোলজির কর্ণধর মেসবাউল কাদির শুভ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশু স্বাস্থ্যের মেডিকেল অফিসার ডাঃ সুদীপ্ত সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ নাদিয়া নিশাত, সাংবাদিক অধ্যাপক বাবুল আকতার, কর্মকর্তা পল্লব কুমার দাস, প্রদীপ চক্রবর্তী, এবং কামরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, প্রশিক্ষণার্থীরা বিনা খরচে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট অর্জন করবেন, যা দেশ-বিদেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চাকরি ও স্থায়ী কর্মসংস্থানে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কর্মসূচি মনিরামপুর ও বৃহত্তর যশোর অঞ্চলের বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের স্বাস্থ্যসেবা খাতে দক্ষ ও মানবিক পেশাজীবী তৈরি করবে।

