স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে আনন্দ মুখর পরিবেশে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক বিভাগের উদ্যোগে সোমবার (১১নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে সকাল সাড়ে ১১ টার দিকে পিঠা উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস,জেলা সমাজকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদারসহ প্রমুখ।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন,উৎসবের উদ্দেশ্য হলো দেশীয় তৈরি পিঠাপুলির সঙ্গে সকল মানুষ কে পরিচয় করিয়ে দেওয়া। একই সঙ্গে এটিকে তাদের কাছে জনপ্রিয় করে তোলা।
নারারী উদ্যোক্তারা, বিশেষ করে তাদের স্টলে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের দেশীয় পিঠা প্রদর্শন করেন। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ভিড় জমতে থাকে। বিকালে উৎসবটি এক মিলন মেলায় পরিণত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার বলেন,উদ্যোক্তারা এই উৎসব থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে তারা এই উৎসবের আয়োজন করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.