একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যস সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল মুনসুর মোহাম্মদ শওকত এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলা মোল্লাপাড়া ইউনিয়ন এর সাদকপুর গ্রামে স্থানীয় বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি নেতা আব্দুস সাত্তার সভাপতিত্বে বিএনপি নেতা শহিদুল ইসলাম রিপন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল মুনসুর মোহাম্মদ শওকত। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন ভুট্টাো,আব্দুল্লাহ আল নোমান, সুলতানা বেগম, আব্দুল মজিদ প্রমুখ।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
উঠান বৈঠক প্রধান অতিথি শওকত বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপির একজন কর্মী। বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধার ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অর্থনীতি, শিক্ষা, কৃষি ও জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। আমি দলের দুঃসময় থেকে আজ পর্যন্ত মাঠে কাজ করছি, আমি আশাবাদী দল সুনামগঞ্জ -৪ আসনে আমাকে ধানের শীষে মনোনয়ন দিবে। আমি মনোনয়ন পেলে সুনামগঞ্জ-৪ আসনের জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।

