Nabadhara
ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে সেলিম রেজার পক্ষে গণমিছিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনামুখী হাট এলাকায় অনুষ্ঠিত এই গণমিছিলের নেতৃত্ব দেন সেলিম রেজা ও সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম। মিছিলটিতে প্রায় সহস্রাধিক দলীয় নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে সোনামুখী খেলার মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

 

সভায় কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা বলেন, “কাজিপুরের মানুষ বিগত ৫৪ বছরের ইতিহাস বদলাতে উন্মুখ। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে এই প্রথমবারের মতো কাজিপুরের মাটিতে ধানের শীষ বিজয়ী হবে, ইনশা আল্লাহ। কাজিপুরবাসী পরিবর্তনের পথে ভোট দিতে অপেক্ষায় রয়েছে।”

 

দলীয় মনোনয়ন বিষয়ে তিনি আরও বলেন, “কাজিপুরের মাটি ও মানুষের চাওয়া অনুযায়ী সেলিম রেজাকে প্রার্থী হিসেবে পাওয়া উচিত। এজন্য বিগত ৩ নভেম্বর থেকে একের পর এক নেতাকর্মীরা প্রতিদিন হাজার হাজার মিছিল, মিটিং ও উঠান বৈঠকসহ নানা কর্মসূচি পালন করছে। তারা তারেক জিয়ার ঘোষিত ৩১ দফার লিফলেট সাধারণ মানুষের নিকট পৌঁছে দিয়ে আমার জন্য দোয়া চাচ্ছে। জনগণের এই চাওয়াকে দল শ্রদ্ধা জানাবে আশা করি। কোন কারণে প্রার্থী পরিবর্তন হলে হয়তো কাজিপুরে পরিবর্তনের হাওয়া থমকে যেতে পারে।”

 

সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু। এ সময় সোনামুখী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।