Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী পৌরসভায় যানজট নিরসনে অটোরিকশা-ইজিবাইক তালিকাভুক্তির নির্দেশ

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৫ ৮:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি

নরসিংদী পৌর এলাকায় যানজট নিরসন ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে নরসিংদী পৌরসভা। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন এর নির্দেশনায় এবং নরসিংদী পৌর পরিষদের সিদ্ধান্তে পৌর এলাকায় চলাচলকারী সকল অটোরিকশা, সিএনজি ও ইজিবাইক (বিভাটেক) যানবাহন তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

ঘোষণায় জানানো হয়, আগামী (২৫ নভেম্বর) থেকে তালিকাভুক্তি ছাড়া কোনো অটোরিকশা, সিএনজি বা ইজিবাইক নরসিংদী পৌরসভা এলাকায় চলাচল করতে পারবে না। যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে ওই তারিখ থেকে পৌর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, তালিকাভুক্তির আওতায় আসতে হলে পৌর এলাকার সংশ্লিষ্ট সকল চালক ও মালিককে (২৪ নভেম্বরের) মধ্যে পৌরসভা নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নরসিংদী পৌর প্রশাসক মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত ঘোষণায় বলা হয়েছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পৌর কর্তৃপক্ষের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে নরসিংদী শহরে যানজট অনেকাংশে কমবে এবং নাগরিকদের চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।