শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, অস্ত্র ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনার পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
জানা গেছে, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর নির্দেশে জেলার সকল থানা ও ইউনিট ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত, প্রিভেন্টিভ এবং পরোয়ানাভুক্ত মোট ৪৫ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
মাদকবিরোধী অভিযানে ১৭৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এছাড়া, শিবপুর মডেল থানা পুলিশ এক অভিযানে একজন অপহৃত ভিকটিমকে সফলভাবে উদ্ধার করে।
একই সঙ্গে নরসিংদী পৌর এলাকার কাউরিয়াপাড়া, দত্তপাড়া, ইউএমসি জুটমিল, পৌর পার্ক, আরশিনগর এবং পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের মহড়া ও টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে।

