Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মাদকসহ নারী আটক

স্টাফ রিপোর্টার নড়াইল
নভেম্বর ১১, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় রিক্তা বেগম(৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ী কে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়,নড়াইল। অভিযানের খবর পেয়ে নারী মাদক ব্যবসায়ীর স্বামী বিল্লাল শেখ আগেই পালিয়ে যান

সোমবার (১০নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বিল্লাল শেখের স্ত্রী।

নড়াইল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রিক্তা বেগম ও তার স্বামী বিল্লাল শেখের বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনার ব্যাপারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের ধরতে কয়েক দিন যাবত অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

একপর্যায়ে গোপনে সংবাদ পেয়ে সোমবার রাত সাড়ে ৭টার দিকে কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে রিক্তা বেগমের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। অভিযানে রিক্তার বসত ঘর থেকে তাকে আটক করা গেলেও অভিযানের খবর পেয়ে তার স্বামী বিল্লাল শেখ আগেই পালিয়ে যায়। এসময় রিক্তার ঘরে তল্লাশী চালিয়ে ১৯ পুরিয়া হেরোইন ১৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।

নড়াইল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মান্নান মঙ্গলবার (১১নভেম্বর) সকালে বলেন,আসামী রিক্তা বেগম কে কালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতে মামলা দায়ের করা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।