মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি অবৈধ দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড-এর অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্যরা স্থানীয় পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
যৌথবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে পূর্ব শীলমন্দি এলাকার সুমল লাল নামের এক ব্যক্তির গোডাউন ঘরে কিছু অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা লক্ষ্য করা যায়। পরে সেনা-পুলিশের টহল দল তাৎক্ষণিকভাবে অভিযান চালায়।
তল্লাশির সময় গোডাউনটি থেকে অবৈধ দেশীয় অস্ত্র তৈরির ৩টি সীসা কার্তুজ, ৫টি লোহার বাট, ৭টি লোহার ব্যারেল, ৭টি রিকয়েল স্প্রিং, ১টি ওয়েল্ডিং মেশিন, ১টি ড্রিল মেশিন, ৬টি লোহার বোল্ট, লোহার তৈরি লেদ মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গোয়েন্দা সূত্রের বরাতে যৌথবাহিনী জানায়, এই কারখানা থেকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নাশকতামূলক কার্যক্রমের জন্য অস্ত্র সরবরাহের পরিকল্পনা ছিল। এছাড়া সম্প্রতি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে সংঘটিত সংঘর্ষে ব্যবহৃত অস্ত্রও এখান থেকেই সরবরাহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত সরঞ্জাম ও যন্ত্রপাতি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ ও ১০ নভেম্বর সদর উপজেলার চর ডুমুরিয়া, সোলার চর ও নয়াকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিনিময় ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তুহিন দেওয়ান (২২) ও আরিফ মীর (৩৭) নামের দুজন নিহত হন।

