Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে গ্রেফতার হওয়া আওয়ামীলীগ সভাপতি ফারুককে আদালতে হস্তান্তর

ফরিদপুর প্রতিনিধি 
নভেম্বর ১১, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

গ্রেফতার হওয়া ফরিদপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠায় ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ। এর আগে সোমবার সন্ধা সাড়ে ছয়টার দিকে তাকে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার একটি বাসা থেকে আটক করে পুলিশ।

মঙ্গলবার বেলা ১২টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, ১৩ তারিখে ঢাকা লকডাউন সফল করতে সাবেক সাংসদ মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তাকে পাঁচ লাখ টাকা দিয়েছিলো, যার মধ্যে চার লাখ টাকা তিনি খরচ করেছেন। পুলিশ সুপার জানান, ফারুক হোসেনের নামে ফরিদপুরের কোতয়ালী থাকায় চারটি এবং রাজধানীর সুত্রাপুর থানায় দুটি, মোট ছয়টি মামলা রয়েছে।

 

তিনি জানান, তার সাথে আটক হওয়া নারী মহিলা যুবলীগের সদস্য, তবে আপত্তিকর অবস্থায় পাওয়ার রটনা সত্য নয়।পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু হবে ফারুক হোসেনের বিরুদ্ধে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।