Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় শিশু পার্কে স্থায়ী মঞ্চ, শিশুদের খেলাধুলা বিপন্ন

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

শিশুদের বিনোদনের জন্য খুলনায় মাত্র একটি উন্মুক্ত পার্ক থাকলেও তা দীর্ঘদিন ধরেই বাণিজ্যিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের ছায়ায় পড়ে। রয়েল মোড়ের পাশে অবস্থিত জাতিসংঘ শিশু পার্ক শহরের একমাত্র খেলার স্থান। তবে সম্প্রতি পার্কের মধ্যে স্থায়ী মঞ্চ নির্মাণের কাজ শুরু হওয়ায় নাগরিক ও শিশু সংগঠনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

জনউদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন বলেন, “আগে মেলার নামে শিশুদের বিনোদনকে বাধাপ্রাপ্ত করা হতো। এখন মঞ্চ নির্মাণের মাধ্যমে একমাত্র উন্মুক্ত পার্কটিকেও খেলাধুলার উপযোগী রাখার সুযোগ সংকুচিত করা হচ্ছে।”

পার্কের ভৌগোলিক অবস্থানও সমস্যার কারণ। পার্কের একপাশে একটি বড় বেসরকারি হাসপাতাল, অন্যপাশে মসজিদ। নাগরিকরা বলছেন, সমাবেশ বা মেলার কারণে শিশুদের খেলাধুলা ও হাসপাতালের রোগীদের স্বাচ্ছন্দ্য ক্ষুণ্ণ হয়। ধর্মপ্রাণ মুসল্লিরাও ক্ষুব্ধ। “সবকিছু বিবেচনায় নিয়ে কেসিসিকে এই প্রকল্প থেকে সরে আসা উচিত,” জানান তারা।

খুলনা নগরীতে মোট ছয়টি পার্ক থাকা সত্ত্বেও শিশুদের জন্য কার্যকরী বিনোদনের সুযোগ খুবই সীমিত। নিরালা ও সোনাডাঙ্গা পার্ক কার্যত খেলার জন্য অপ্রয়োজনীয়, গোলকমনি পার্কে মাত্র একটি উন্মুক্ত মঞ্চ, হাদিস পার্কে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির কারণে শিশুদের খেলাধুলা সম্ভব নয়। খালিশপুর ওয়ান্ডারল্যান্ড এবং গল্লামারী লিনিয়ার পার্ক ইজারা দেওয়ায় নিম্ন আয়ের শিশুদের প্রবেশ সীমিত। একমাত্র সব বয়সীর ভিড় হয় জাতিসংঘ শিশু পার্কে।

কেসিসি জানিয়েছে, গত( ২৮ সেপ্টেম্বর) সরদার অ্যান্ড সন্স ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২৮ লাখ ৫০ হাজার টাকায় পার্ক সংস্কারের দায়িত্ব দেওয়া হয়। কাজের মধ্যে সীমানাপ্রাচীর ও গ্রিল সংস্কার, রং করা, চারটি নতুন খেলনা স্থাপন এবং একটি মঞ্চ নির্মাণ অন্তর্ভুক্ত।

সরেজমিনে দেখা গেছে, পার্কের উত্তর পাশে ১২ মিটার দৈর্ঘ্য, ৬ মিটার প্রস্থ ও দুই ফুট উঁচু মঞ্চ নির্মাণ করা হচ্ছে। ভবিষ্যতে এটি কেন্দ্র করে পার্কে নিয়মিত সভা-সমাবেশের আয়োজন হতে পারে বলে আশঙ্কা করছেন নাগরিকরা।

নগর ভবনে কেসিসির স্থপতি, নির্বাহী প্রকৌশলী ও প্রধান প্রকৌশলী কেউই মঞ্চ নির্মাণের বিষয়ে জানতেন না। প্রতিবেদকের মাধ্যমে বিষয়টি জানার পর কাজ স্থগিত করা হয়। কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান বলেন, “আপাতত কাজ বন্ধ রয়েছে। কারা মঞ্চ নির্মাণের আবেদন করেছে এবং প্রয়োজনীয়তা আছে কিনা তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

শিশু সংগঠন শিশু স্বর্গ খেলাঘর আসরের সভাপতি মাহফুজুর রহমান মুকুল বলেন, “শিশুদের একমাত্র উন্মুক্ত পার্ক রক্ষায় আমরা দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কার্যক্রম চালাব। শিশুদের নিরাপদ ও আনন্দময় খেলাধুলার পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

নাগরিকরা আশঙ্কা করছেন, স্থায়ী মঞ্চ নির্মাণ হলে খুলনার একমাত্র শিশু পার্কের খেলাধুলার পরিবেশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।