Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে নবযোগদানকারী ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি উপস্থিত ছিলেন। এসময় উপজেলার সার্বিক প্রশাসনিক, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে সাংবাদিকরা ইউএনও’র সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

 

ইউএনও ফাতেমা জান্নাত বলেন, “আমি পরিশ্রম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। নান্দাইল উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডকে গতিশীল করতে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা আমার কাজে অনুপ্রেরণা যোগাবে।” তিনি উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, এনামুল হক বাবুল, এবি সিদ্দিক খসরু, অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, প্রবাল মজুমদার, জালাল উদ্দীন মণ্ডল, মোখলেছুর রহমান, বিল্লাল হোসেন প্রমুখ।

সভা শেষে ইউএনও ফাতেমা জান্নাত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে নান্দাইলকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

সভায় নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।