আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১ জনকে গুলি করে হত্যার ঘটনায় আহত ইমারন খান (২২) কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা গেছে। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)
ঢাকা মেডিকেল কলেজ থেকে মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে নিহতের পরিবার। ইমরান খান মোল্লাকান্দির রুস্তম খাঁর ছেলে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আহত ইমরান খানের মৃত্যু সম্পর্কে আমরা ও নিশ্চিত হয়েছি। গতকালের ঘটনায় এখনো কোন মামলা হয়নি। মামলা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ, গতকাল সোমবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামালের অনুসারীদের সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী আরিফের দলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গতকাল ভোরে ওয়াহিদ রায়হান, আতিক মল্লিক ও রহিম মোল্লাদের সমর্থক আওয়ামী লীগ নেতা ইউসুফ, জাহাঙ্গীর, শাহ কামাল, শাহ আলম, শাকিল, হোসেন মিয়া ও জিন্নত মীরদের একটি দল দেশি-বিদেশি অস্ত্র নিয়ে চরডুমুরিয়া এলাকায় অতর্কিত হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আরিফ মীর। ইমরান খান গুরুতর আহত হন। পরে দুজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। সেখান থেকে আহত ইমরান খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.