শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলার শিবপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের দায়ে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বেলা ১২টার দিকে শিবপুর বাজার এলাকায় অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে এ তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির জন্য সংরক্ষণ রাখায় দুইজন মিষ্টি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন মোঃ শাহনেওয়াজ, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্বে), এবং নরসিংদী পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.