গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াকট বাংলাদেশ এর সেফ হোম পরিদর্শন করেছেন ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া, ঢাকা ডিস্ট্রিক্ট ৩৪৫-এর সদস্যরা।
২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে পায়াকট বাংলাদেশ দৌলতদিয়ার নারী ও শিশুদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে। ওই বছরেই সংস্থাটি সেফ হোম প্রতিষ্ঠা করে, যা ২০০৭ সাল পর্যন্ত অনুদান নির্ভর ছিল। এরপর থেকে সংস্থাটি নিজস্ব অর্থায়নে এ সেফ হোম পরিচালনা করছে। বর্তমানে এখানে ১৫ জন শিশু মৌলিক সুযোগ-সুবিধা পেয়ে বেড়ে উঠছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহনাজ রাফাত, ডেপুটি ডিরেক্টর, পায়াকট বাংলাদেশ। সঞ্চালনা করেন সনজিদা আক্তার লিপি, প্রেসিডেন্ট, ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসায়েলা করীম, চেয়ারম্যান, ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট ৩৪৫। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিরিন আক্তার চৌধুরী, সৈয়দ আনিস রাখি (ভাইস প্রেসিডেন্ট), রুকসানা নেওয়াজ (ট্রেজারার), এবং সদস্য ডাঃ নাসিমা আক্তার, শারমীন হুসাইন, শাহানাজ মাহমুদ মিতা, কাজী ইসমত আরা মিলি, ডাঃ ফারজানা ইসলাম সম্পা, মুন্নুজান বেগম, ফাতেমা হাসনাত, ও জেরিফা হোসেন।
প্রধান অতিথি মোসায়েলা করীম বলেন, “পায়াকট বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” এসময় তিনি শিশুদের ব্যবহারের জন্য বিভিন্ন উপকরণ প্রদান করেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে দৌলতদিয়ার ১০ জন যৌনকর্মীকে জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধক টিকা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.