কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত এ কমিটি আগামী এক বছর সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
সোমবার (১০ নভেম্বর) রাতে কলাপাড়া পুরাতন হাসপাতাল কার্যালয়ে অবস্থিত ফোরাম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মহসীন পারভেজ (এশিয়ান টিভি) এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফরিদ উদ্দিন বিপু (ইন্ডিপেন্ডেন্ট টিভি)।
অন্য সদস্যরা হলেন —সিনিয়র সহ-সভাপতি জাহিদ রিপন (এটিএন বাংলা ও এটিএন নিউজ), সহ-সভাপতি গৌতম হালদার (মোহনা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা (আনন্দ টিভি), অর্থ সম্পাদক সৈয়দ মো. রাসেল (রূপসী বাংলা টিভি), দপ্তর সম্পাদক মো. পারভেজ (বিজয় টিভি), এবং কার্যনির্বাহী সদস্য জসিম পারভেজ (এখন টিভি), মিলন কর্মকার রাজু (৭১ টিভি), সাইফুল ইসলাম রয়েল (মাই টিভি) ও ফরাজি মো. ইমরান (দীপ্ত টিভি)।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ এ.বি.এম. মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মো. মনিরুজ্জামান মনির, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কুয়াকাটা প্রেসক্লাব, পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, কলাপাড়া নাগরিক সমাজ, বাউল সংঘ, আমরা কলাপাড়াবাসী, গৌরবোজ্জ্বল ৯৯সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

