Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

“সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক—বিএনপির ত্যাগী নেতার পক্ষে কর্মীদের উচ্ছ্বাস”

 সুনামগঞ্জ প্রতিনিধি 
নভেম্বর ১১, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

 সুনামগঞ্জ প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব আনিসুল হক এর নাম ঘোষণা করা হয়েছে।

গত ৩ অক্টোবর রাজধানীর গুলশানস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

মনোনয়ন ঘোষণার পরই সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের বিভিন্ন এলাকায় আনন্দের জোয়ার নেমে আসে। কর্মী-সমর্থকরা ব্যানার, ফেস্টুন ও মিষ্টি বিতরণের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আলহাজ্ব আনিসুল হক বর্তমানে কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক, সাবেক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের সময় বারবার হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তবে কখনো রাজনীতি থেকে সরে যাননি।

জামালগঞ্জের দিনমজুর আলা উদ্দিন বলেন, “আনিস ভাই আমাদের এলাকার ত্যাগী ও নির্যাতিত নেতা। তাঁর মনোনয়ন আমাদের গর্বের বিষয়।”

মধ্যনগর উপজেলার ব্যবসায়ী আফচার উদ্দিন বলেন, “কেন্দ্রীয় নেতারা সঠিক নেতৃত্ব বেছে নিয়েছেন। আনিস ভাই সবসময় বিএনপির আদর্শে অবিচল থেকে রাজপথে লড়েছেন।”

মুঠোফোনে প্রতিক্রিয়ায় আলহাজ্ব আনিসুল হক বলেন,“আমি দীর্ঘ ১৭ বছর আন্দোলন ও সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছি। হামলা-মামলার মধ্যেও জনগণের কল্যাণে কাজ করে গেছি। আমার লক্ষ্য—তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশার মানুষের উন্নয়ন।”

তিনি আরও বলেন, “সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানাই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।