সুনামগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব আনিসুল হক এর নাম ঘোষণা করা হয়েছে।
গত ৩ অক্টোবর রাজধানীর গুলশানস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
মনোনয়ন ঘোষণার পরই সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের বিভিন্ন এলাকায় আনন্দের জোয়ার নেমে আসে। কর্মী-সমর্থকরা ব্যানার, ফেস্টুন ও মিষ্টি বিতরণের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।
আলহাজ্ব আনিসুল হক বর্তমানে কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক, সাবেক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের সময় বারবার হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তবে কখনো রাজনীতি থেকে সরে যাননি।
জামালগঞ্জের দিনমজুর আলা উদ্দিন বলেন, “আনিস ভাই আমাদের এলাকার ত্যাগী ও নির্যাতিত নেতা। তাঁর মনোনয়ন আমাদের গর্বের বিষয়।”
মধ্যনগর উপজেলার ব্যবসায়ী আফচার উদ্দিন বলেন, “কেন্দ্রীয় নেতারা সঠিক নেতৃত্ব বেছে নিয়েছেন। আনিস ভাই সবসময় বিএনপির আদর্শে অবিচল থেকে রাজপথে লড়েছেন।”
মুঠোফোনে প্রতিক্রিয়ায় আলহাজ্ব আনিসুল হক বলেন,“আমি দীর্ঘ ১৭ বছর আন্দোলন ও সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছি। হামলা-মামলার মধ্যেও জনগণের কল্যাণে কাজ করে গেছি। আমার লক্ষ্য—তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশার মানুষের উন্নয়ন।”
তিনি আরও বলেন, “সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানাই।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.