আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারে জামে মসজিদের সামনে দীর্ঘ ৪৩ বছর ধরে দখল হওয়া সরকারি জায়গা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল অভিযানের নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী, এবং আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।
অভিযানের সময় সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা কয়েকটি মাংসের দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কাজে ব্যবহার করা হয় ফেকু (এক্সকাভেটর) মেশিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, “সরকারি জায়গা দখলমুক্ত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও সরকারি সম্পত্তি রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত জায়গা জনসেবামূলক কাজে ব্যবহার করা হবে। এখানে একটি ভ্যান স্ট্যান্ড স্থাপনের পরিকল্পনা রয়েছে।”
ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি দাতব্য চিকিৎসা সংক্রান্ত জায়গা দখল হয়ে ছিল। আজকের অভিযানে প্রায় ৪৪ শতাংশ সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।”
প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৮২ সাল থেকে অর্থাৎ ৪৩ বছর পর এই সরকারি জায়গা পুনরায় দখলমুক্ত করা সম্ভব হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত স্থানগুলো জনগণের কল্যাণে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.