দিনাজপুর প্রতিনিধি
“কৃষি বাঁচলে বাঁচবে দেশ”— এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ ও কার্যকর কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ঢাকা মোড়ে উত্তরবঙ্গ কৃষক মঞ্চের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক, কৃষাণি, কৃষিশ্রমিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষি হলেও কৃষক আজ সবচেয়ে অবহেলিত। উৎপাদন খরচ দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু ফসল বিক্রি করে কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না। কীটনাশক ও সারের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যয়ও বেড়েছে। অন্যদিকে বাজারে মানসম্মত কৃষি উপকরণ ও তদারকির অভাবে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়ছে।
বক্তারা আরও বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। সরকার যদি এখনই কার্যকর কৃষিনীতি গ্রহণ ও বাস্তবায়ন না করে, তাহলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হতে হতে কৃষিচাষে আগ্রহ হারিয়ে ফেলবে— যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করবে।
তারা অবিলম্বে কার্যকর কৃষিনীতি প্রণয়ন ও বাস্তবায়ন, কৃষিপণ্যের বাজারমূল্য নির্ধারণে সরকারি নিয়ন্ত্রণ, কৃষি উপকরণের ভর্তুকি পুনর্বিন্যাস এবং কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ র্যালি বের করা হয়, যা বিরামপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা হুঁশিয়ারি দেন, কৃষকের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.