রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা-৪ আসনে নতুন করে জাগছে বিএনপির রাজনৈতিক তৎপরতা। সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে খুলনার তেরখাদায় অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত মতবিনিময় সভা।
মঙ্গলবার (১১-নভেম্বর) বিকেলে তেরখাদা সদর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এ সভায় অংশ নেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র প্রস্তুতি সম্মেলন কমিটির আহ্বায়ক চৌধুরী কওছার আলী, আর সভা পরিচালনা করেন বিএনপি’র সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান।
সভায় বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুল, নেতা সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাইমুল হক, মোল্লা হুমাউন কবির, বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবর, মিল্টন হোসেন মুন্সী, আবুল হোসেন বাবু মোল্লা, এস কে নাসির আহমেদ, আবুল বাশার, শেখ ইউসুফ আলী, মোবাশ্বের আলম, সাইফুল ইসলাম মোড়ল, খান গিয়াস উদ্দিন, জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সী, সদস্য সচিব শামীম আহমেদ, রমিজ জামাল বিশ্বাস, তারেক রেজা, আলমগীর হোসেন, ফেরদাউস মেম্বার, পলাশ মেম্বার, দুরুল ইসলাম, সাব্বির আহমেদ লিমন, আছাবুর চৌধুরী, টুকু শেখ, কালাম ফরাজী, মোজাম্মেল হোসেন, তৌহিদুল শিকদার, রাজু বিল্লাহ, পাভেল মোল্লা এবং জিয়ার কাজীসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে দলকে প্রতিটি কেন্দ্রে আরও ঐক্যবদ্ধ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণশক্তি—এই বার্তা নিয়েই আগামীর লড়াইয়ে নামতে হবে সবাইকে।
তারা আরও বলেন, আন্দোলন হোক বা নির্বাচন—যে কোনো পরিস্থিতিতে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। কারণ, জনগণের বিশ্বাসই বিএনপির সবচেয়ে বড় শক্তি।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা জানান, তেরখাদাকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করতে তারা ইতোমধ্যে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন। নেতৃত্বের ভেতর নতুন উদ্দীপনা ও ঐক্য তৈরি হচ্ছে বলেও জানান স্থানীয় নেতারা।

