দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দূর্গাপুর উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ ও উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম। তিনি গ্রাম আদালত কার্যক্রমের গুরুত্ব ও এর কার্যকর বাস্তবায়ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।
এছাড়া জেলা সমন্বয়কারী মো. লুৎফর রহমান গ্রাম আদালতের কার্যপ্রণালী ও আইনগত কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উপজেলা সমন্বয়কারী লায়লা খাতুন (AVCB-III) প্রশিক্ষণ পরিচালনা ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে গ্রাম আদালতের ত্রৈমাসিক ও ঐমাসিক রিপোর্ট প্রক্রিয়ার ধাপসমূহ মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয় এবং হাতে-কলমে অনুশীলন করানো হয়। অংশগ্রহণকারীরা গ্রাম আদালত সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর পেয়ে তাদের জ্ঞান সমৃদ্ধ করেন।
অনুষ্ঠানে দূর্গাপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটররা উপস্থিত ছিলেন।
শেষে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.