রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো: আবু তাহেরকে শিক্ষার্থীদের চাপের মুখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: আবু তাহের পরীক্ষা দিয়ে বের হয়ে আসার পথে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সাথে কথা কাটাকাটি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে মতিহার থানা পুলিশের নিকট সোপর্দ করে।
রুয়েট ছাত্রলীগের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৌমিক সাহার একান্ত আস্থাভাজন আবু তাহেরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হলে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, হুমকি প্রদান ও গত জুলাই আন্দোলনে হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, তাহের ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যায়। এতপর সাধারণ শিক্ষার্থীদের অগোচরে বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষায় অংশ নিচ্ছে। কিছুদিন থেকে তাহের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীলীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন। শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই রুয়েটে ছাত্রলীগের সন্ত্রাসীদের জায়গা হবেনা।
মতিহার থানার কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা তাহেরকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে দেন। পরে প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে। তাহের রুয়েটে ছাত্রলীগ করতো, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো এমন অভিযোগ পাওয়া গেছে। যাচাই-বাছাই করে ঘটনার সত্যতা পেলে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.