দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন।
আজ মঙ্গলবার(১১ নভেম্বর ) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের পচামদিয়া, লাউবাড়িয়া, হাকিমপুর, চুয়ামল্লিক পাড়া, ফুটানিবাজারসহ বিভিন্ন এলাকা ও পাড়া-মহল্লায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ ও পথসভা করেন। এসময় বাচ্চু মোল্লা উপস্থিত সাধারণ মানুষ ও নারী-পুরুষ ভোটারদের প্রতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
দৌলতপুর আসনের বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার সাথে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আকবর আলী, মাহবুবুর রহমান লস্কর, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিদুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান সজল, যুবদল নেতা লিটন জোয়াদ্দার ও দৌলতপুর উপজেলা ছাত্রদল আহবায়ক মাসুদুজ্জামান রুবেল। এসময় স্থানীয় বিএনপি সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

