হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় জয় নামের এক তরুণ নিহত হয়েছে। জয় উপজেলার ছোট চাঁদপুর গ্রামের রন্জনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার সময়
নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের বাকরইল মোড় এলাকায় একটি মালবাহী ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষ মোটরসাইকেল আরোহী জয় ঘটনা স্থলেই নিহত হয়। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা তপু ও উৎস নামে আরও দুই তরুণ গুরুতর আহত হয়েছেন।
আহত তপু ও উৎস রামেক হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.