মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সফলভাবে অর্থোপেডিক (হাড়ের) অপারেশন সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটির ৫১ বছরের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ঐতিহাসিক অপারেশনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হলো।
অপারেশনটি সম্পন্ন করেন এনেসথেশিওলজিস্ট ডা. আদনান আরাফাতের নেতৃত্বে একটি দক্ষ মেডিকেল টিম।
স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী বলেন, “আলহামদুলিল্লাহ, এটি আমাদের সকলের জন্য একটি আনন্দের দিন। উপজেলা পর্যায়ে এই সেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষ এখন হাড়-সংক্রান্ত জটিল চিকিৎসা স্থানীয় পর্যায়েই পাবে।”
তিনি এই সাফল্যের জন্য নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারী,
এনেসথেশিওলজিস্ট ডা. আদনান আরাফাত, এবং বিশেষভাবে দিনাজপুর জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস ও আরএমও ডা. মুকসিদ এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন এমন ধরনের অপারেশনের জন্য রোগীদের জেলা সদর কিংবা রংপুর, রাজশাহীতে যেতে হতো। এখন স্থানীয় পর্যায়ে এই সেবা চালু হওয়ায় সময়, অর্থ ও ভোগান্তি—সবকিছুই কমে আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.