বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বিকেন্দ্রীকৃত পরিদর্শন, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়াজনে উপজেলা পরিষদের সভাকক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকতা মো. মিজানুর রহমান,
বাবুগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে “বিকেন্দ্রীকৃত পরিদর্শন, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ” কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত এর জেলা সমন্বয়কারী কমল ব্যানার্জি, ও
গ্রাম আদালতের বাবুগঞ্জ উপজেলা সমন্বয়কারী মোঃ পারভেজ।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমু, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সুমন সিকদার, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন রাঢ়ী, ইউপি সদস্য মুসা আলী, ইউনিয়ন পরিষদের সচিব আবুল বাসার, মো. তারিকুল ইসলাম চৌধুরী, মো. ইউসুফ হোসেন দেওয়ানসহ বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব টইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী–কাম–কম্পিউটার অপারেটরগণ এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার বিভাগের পরিচালনায় এবং ইউরোপীয় ইউনিয়ন (EU) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) সহায়তায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, বিকেন্দ্রীকৃত পরিদর্শন ও মূল্যায়ন ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও জবাবদিহিমূলক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলো তাদের উন্নয়ন কার্যক্রমের মান ও ফলাফল আরও ঘনিষ্ঠভাবে মূল্যায়ন করতে পারবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.