Nabadhara
ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুড়ী-বড়লেখায় এনসিপির প্রার্থী আফজাল হোসাইন

মৌলভীবাজার প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত মৌলভীবাজার-১ আসনের (জুড়ী-বড়লেখা) সাধারণ মানুষের স্বপ্ন ও সম্ভাবনার বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (NCP) থেকে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সমাজকর্মী ও উদ্যোক্তা আফজাল হোসাইন।

দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবা এবং মানবিক সহায়তায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও কৃষিভিত্তিক সমস্যাগুলোর সরাসরি প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট হিসেবে তিনি জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছেন।

এক প্রতিক্রিয়ায় আফজাল হোসাইন বলেন, আমার এলাকা বহু বছর ধরে অবহেলা, অসহযোগিতা ও সুষ্ঠু পরিকল্পনার অভাবে পিছিয়ে আছে। সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি বহুদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম, তাদের সমস্যা দেখেছি, শুনেছি এবং সমাধানের চেষ্টা করেছি। এখন সময় এসেছে জনগণের পক্ষে উচ্চপর্যায়ে শক্ত কণ্ঠস্বর হয়ে দাঁড়াবার।

তিনি আরও বলেন, আমার অভিজ্ঞতা, দায়বদ্ধতা ও এলাকার প্রতি অগাধ ভালোবাসা থেকেই জাতীয় নাগরিক পার্টির (NCP) মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। আমি বিশ্বাস করি, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি আরও বড় পরিসরে এলাকাবাসীর অধিকার আদায়ের লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে পারব।
স্থানীয়ভাবে ব্যাপক জনসংযোগ, তরুণদের সঙ্গে নিবিড় সংযোগ এবং সামাজিক উদ্যোগের কারণে আফজাল হোসাইন ইতোমধ্যেই একাধিক মহলে পরিচিত ও জনপ্রিয়। তার এই রাজনৈতিক পদক্ষেপ নতুন প্রত্যাশার দ্বার খুলবে বলে মনে করছেন এলাকাবাসী।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।