মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর ) প্রতিনিধি
জামালপুরঃজামালপুর জেলার মেলান্দহ উপজেলা পর্যায়ে টাইফয়েড টিকাদান কার্যক্রম বাস্তবায়ন ও তদারকি নিয়ে আয়োজিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আহসান হাবীব।
বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার তিথি, মেলান্দহ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় নন্দি, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ ছাইফুন্নাহার সানি,উপজেলা হেলথ পরিদর্শক মোয়াজ্জেম হোসেন, মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু প্রমুখ। বক্তব্য টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ ইং নিয়ে আলোচনা করা হয়।
টাইফয়েড জ্বর থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআইকর্মসূচির আওতায় দেশব্যাপী গত ১২অক্টোরর থেকে ২০২৫:থেকে টিকাদান ক্যাম্পইনশুরু হয়েছে বলে জানান।

