Nabadhara
ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে পদ্মার শাখা খালে অবৈধ বাঁধ, নৌযান চলাচলে স্থবিরতা

মুন্সীগঞ্জ প্রতিনিধি 
নভেম্বর ১২, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের মাইজগাঁও এলাকায় পদ্মা নদীর শাখা খালে অবৈধভাবে বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। এতে নৌযান চলাচল বন্ধ হয়ে পড়েছে এবং এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় রোমান নামে এক ব্যক্তি খালের ওপর বাঁধ তৈরি করে মাছ ধরার উদ্দেশ্যে নৌপথ বন্ধ করে দিয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে কৃষিপণ্য পরিবহন ও জেলেদের জীবিকার অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত এ খালটি এখন অচল হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা মো. মোতালেব খান বলেন, “এই খালই ছিল আমাদের চলাচলের একমাত্র পথ। এখন বাঁধ দেওয়ায় আমরা নৌকা চালাতে পারছি না।”

ট্রলারচালক বাবু বলেন, “আমরা নিয়মিত এই পথে যাতায়াত করি। কিন্তু বাঁধ দেওয়ার কারণে যেতে পারছি না। আজও ফিরে যেতে হয়েছে।”

অভিযুক্ত মো. রোমান অভিযোগ স্বীকার করে জানান, “মাছ ধরার জন্যই এই বাঁধ দিয়েছি, তবে এতে নৌযান চলাচলে কোনো সমস্যা হয় না।”

উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা বলেন, “বিষয়টি আমরা জানি। ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়েছিলাম, তবে সঠিক স্থান শনাক্ত করতে না পারায় ফেরত আসতে হয়েছে। আমরা পুনরায় সেখানে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।