মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের মাইজগাঁও এলাকায় পদ্মা নদীর শাখা খালে অবৈধভাবে বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। এতে নৌযান চলাচল বন্ধ হয়ে পড়েছে এবং এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় রোমান নামে এক ব্যক্তি খালের ওপর বাঁধ তৈরি করে মাছ ধরার উদ্দেশ্যে নৌপথ বন্ধ করে দিয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে কৃষিপণ্য পরিবহন ও জেলেদের জীবিকার অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত এ খালটি এখন অচল হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা মো. মোতালেব খান বলেন, “এই খালই ছিল আমাদের চলাচলের একমাত্র পথ। এখন বাঁধ দেওয়ায় আমরা নৌকা চালাতে পারছি না।”
ট্রলারচালক বাবু বলেন, “আমরা নিয়মিত এই পথে যাতায়াত করি। কিন্তু বাঁধ দেওয়ার কারণে যেতে পারছি না। আজও ফিরে যেতে হয়েছে।”
অভিযুক্ত মো. রোমান অভিযোগ স্বীকার করে জানান, “মাছ ধরার জন্যই এই বাঁধ দিয়েছি, তবে এতে নৌযান চলাচলে কোনো সমস্যা হয় না।”
উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা বলেন, “বিষয়টি আমরা জানি। ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়েছিলাম, তবে সঠিক স্থান শনাক্ত করতে না পারায় ফেরত আসতে হয়েছে। আমরা পুনরায় সেখানে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.