কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পদোন্নতি জনিত কারণে জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ কামরুজ্জামানকে (যুগ্ম-সচিব) আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হকের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় বক্তৃতা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. শাহজাহান সিরাজ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের হেলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, পৌর প্রকৌশলী রাজিব কুমার ভক্ত, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস ও রতন সেন কংকন, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, রামশীল কলেজের প্রভাষক কৃষ্ণ বিশ্বাস, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এবং গ্রাম পুলিশ ফায়েকুজ্জামান প্রমুখ।
বক্তারা জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, উন্নয়নমূলক কর্মকাণ্ডে আন্তরিক ভূমিকা এবং মানবিক আচরণের প্রশংসা করেন। তারা তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মুহম্মদ কামরুজ্জামান ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। সম্প্রতি সরকারের এক প্রজ্ঞাপনে তাঁকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মো. আরিফ–উজ–জামান, যিনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি সরকার ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ ও বদলির মাধ্যমে এই পরিবর্তন আনে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.