সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে আব্দুর রশিদ নামে এক দাদন ব্যবসায়ীর অবৈধ সুদ কারবার বন্ধ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হরিনাথপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
অভিযুক্ত আব্দুর রশিদ হরিনাথপুর বাজারের ব্যবসায়ী ও মধ্যপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে চড়া সুদে টাকা ধার দিয়ে গরিব ও অসহায় মানুষদের ফাঁদে ফেলছেন। তিনি জামানত হিসেবে ব্ল্যাঙ্ক চেক, জমির দলিল ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দেনা শোধ করলেও তা ফেরত দেন না। বরং পরবর্তীতে মোটা অঙ্কের টাকা দাবী করে আইনি নোটিশ পাঠান।
হরিনাথপুর গ্রামের ফজলুল হক বলেন, “২০২৩ সালে আমি সোয়া দুই লাখ টাকা ঋণ নিয়েছিলাম। দুই বছর মাসিক ১০ টাকা শতাংশ হারে সুদ দিয়েছি। পরে মূল টাকা ফেরত দিতে না পারলে রশিদ আমার কাছ থেকে তিন লাখ টাকা দাবী করে। কিছু টাকা পরিশোধের পরও এখন তিনি আমার কাছে ২৫ লাখ টাকা পাওনার দাবি করছেন।”
আরেক ভুক্তভোগী মোহাম্মদ কাফি বলেন, “চার বছর আগে দেড় লাখ টাকা ঋণ নিয়েছিলাম। মাসে ১৫ হাজার টাকা করে সুদ দিয়েছি—পাঁচ লাখের বেশি শুধু সুদই পরিশোধ করেছি। তারপরও তিনি এখন আমার কাছে ১০ লাখ টাকা দাবী করছেন।”
হরিনাথপুর উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “আব্দুর রশিদ একজন সুদখোর দাদন ব্যবসায়ী। তিনি অসহায় মানুষদের ব্ল্যাঙ্ক চেক ও খালি স্ট্যাম্পে সই নিয়ে ভয়ভীতি দেখান এবং মামলা দিয়ে হয়রানি করেন।”
স্থানীয় ইউপি সদস্য রিপন মিয়া জানান, “রশিদের এই সুদের কারবার নিয়ে অনেকবার সালিশ হয়েছে। তিনি গোপনে চড়া সুদে টাকা ধার দেন এবং প্রায় অর্ধশতাধিক পরিবার এখন তার হয়রানিতে অতিষ্ঠ।”
অভিযুক্ত আব্দুর রশিদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার ছেলে সৌরভ বলেন, “আমার বাবা মাসিক শতকরা দশ টাকা সুদে ঋণ দেন, কিন্তু যারা মানববন্ধন করেছে তারা টাকা পরিশোধ করেনি।”
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, “বিষয়টি আমার জানা নেই, তবে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।”
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, “এমন অভিযোগ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.